ডেস্ক নিউজ, ২৯ আগস্ট , ২০১৭, চাঁদপুর ওয়েব : ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান এর ঘরে আবারো এসেছে এক কন্যা সন্তান। তাদের গতকাল সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তারা।
মার্ক জাকারবার্গের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, জাকারবার্গের কোলে বসে আছে প্রথম মেয়ে সন্তান ম্যাক্সিমা। ম্যাক্সিমা আর প্রিসিলা চ্যানের কোলে রয়েছে সদ্যজাত মেয়ে। জাকারবার্গ দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের নাম দিয়েছেন আগস্ট।
প্রথম সন্তান ম্যাক্সিমা জন্মগ্রহণ করে ২০১৫ সালে। ম্যাক্সিমার জন্মের সময় জাকারবার্গ তাদের সম্পদের অধিকাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দেন।
জাকারবার্গ একটি চিঠি লিখেছেন। সেখানে বলেন, আগস্ট তার শৈশব যেন উপভোগ করতে পারবে বলে আশা করেন তারা। কারণ, শৈশব যেন জাদুমাখা। ছেলেবেলা যেহেতু একবার আসে, তাই ভবিষ্যতের দুশ্চিন্তায় শৈশব যেন না কাটে।