চাঁদপুর: গবেষকরা এমন এক কিডনি উদ্ভাবন করেছেন যা আসল কিডনির বিকল্প হিসেবে কাজ করে। এই কিডনি আসল কিডনির মতো রক্ত পরিশুদ্ধ করে। এছাড়াও রক্তের বজ্য পদার্থগুলোকে আলাদা করা, ইউরিয়া, ক্রিয়েটিন এবং ফসফরাসের মাত্রাও নিয়ন্ত্রন করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক নতুন এই কৃত্তিম কিডনিটি উদ্ভাবন করেন। এটি একটি পরিধানযোগ্য কিডনি। কিডনি ডায়ালাসিসি মেশিনের ক্ষুদ্র সংস্করণ এটি। কৃত্তিম কিডনির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি প্রচলিত হেমোডায়ালাইসিসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এই কিডনিটি ব্যাটারি দ্বারা পরিচালিত হয়। কিডনিটির ওজন ৫ কেজি। ২৪ ঘন্টা করে ৭ জন রোগীর উপর এই কৃত্তিম কিডনিটি পরীক্ষা করা হয়। নিয়মানুযায়ী এটি পানি এবং সোডিয়ামের মাত্রাকেও নিয়ন্ত্রন করে। আরো বেশি নিশ্চিত কাজ করানোর জন্য এই কিডনিটি এখনও পরীক্ষাধীন রয়েছে।