ফুটবলের সঙ্গে দিয়েগো ম্যারাডোনাকে কখনই আলাদা করা যাবে না৷ সে তিনি খেলুক বা নাই খেলুক৷ ফুটবলের রাজপুত্রকে এবার ফিফা তাদের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করল৷ এ ঘোষণার কথা ম্যারাডোনা তার ফেইজবুকে পেজে নিশ্চিত করেণ।
১৯৮৬-তে আর্জেন্টিনাকে বিশ্বকাপ দেওয়া মানুষটার কাছে স্বপ্নপূরণ হয়েছে৷এমনটা বলছেন তিনি নিজেই৷বোকা জুনিয়র্স ও বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তি সোশ্যাল মিডিয়ায় লিখলেন,‘‘ অবশেষে আমি আমার দীর্ঘদিনের স্বপ্নপূরণ করতে চলেছি৷ফুটবলের স্বচ্ছতার জন্য ফিফার সঙ্গে কাজ করতে পারব বলেই ভালো লাগছে৷ফুটবলপ্রেমী মানুষগুলোর পাশেও থাকতে পারব৷’’