টানা চতুর্থবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠল মেসিরা। ভিসেন্তে কালদেরনে প্রথম লেগের ম্যাচে জয় পাওয়ায় অর্ধেক কাজটা আগেই করে রেখেছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সারল কেবল আনুষ্ঠানিকতাটুকু।
অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠল মেসিরা। ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি। প্রথম লেগের ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে উঠল মেসি-সুয়ারেজরা।