ক্রীড়া ওয়েব
জুরিখ : ফিফা সভাপতি ইনফানতিনো বিশ্বকাপে দল বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন৷ কিন্তু সেই ইঙ্গিত বাস্তবে রুপান্তরিত হওয়ার কোনও সম্ভাবনা নেই৷
ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা আরও বেশি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
উরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের (ইসিএ) সংস্থাটির চেয়ারম্যান সাবেক জার্মান ফুটবলার রুমেনিগে বলেন, “আমরা ফিফাকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দল না বাড়াতে আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের খেলাটির দিকে লক্ষ্য দিতে হবে আবার। ফুটবলে রাজনীতি ও বাণিজ্যের খুব বেশি প্রাধান্য থাকা উচিত নয়।” রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্তাস, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিসহ ২০০টিরও বেশি ক্লাবের প্রতিনিধিত্ব করে ইসিএ।
তাই এই সংস্থা একযোগে বিশ্বকাপে দল বাড়ানোর বিরোধিতা করেছে৷ সেক্ষেত্রে চাপে ফিফা সভাপতি ইনফানতিনো৷