ক্রীড়া ওয়েব
বার্সেলোনা: হঠাৎ কেন লিওনেল মেসির বাবাকে তলব করলেন তাঁর ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট৷ কেনই-বা জর্জে ডাক পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে গেলেন স্পেনে৷ বেশ কিছুদিন ধরে মেসির সঙ্গে ক্লাবের চুক্তির বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে৷
বাজারে শোনা যাচ্ছে নানা ঘটনা! এমনকী বার্সা ছাড়তে পারেন মেসি, সেই রটনাও চলছে৷ এর মাঝে মেসির বাবার ক্লাবে আসা নিয়ে জল্পনা আরও বেড়ে গদেল তা আর বলার অপেক্ষা রাখে না৷
ক্লাব সূত্রে খবর, বার্সার তরফে দলের এক নম্বর তারকার জন্য মেগা–ডিলের প্রস্তাব দেওয়া হয়েছে। অঙ্কটা কত? শোনা যাচ্ছেস, সপ্তাহে প্রায় ৮ লক্ষ ২৫০০০ হাজার পাউন্ডের প্রস্তাব দেবে বার্সা! ক্লাবের প্রেসিডেন্ট বার্তেমিউ মেসির বাবাকে সেই কারণেই নাকি আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন।
গত মাসেই নেইমার নতুন করে পাঁচ বছরের চুক্তি করেছেন স্প্যানিশ জায়ান্টরা। আরও ৬ বছরের জন্য চূড়ান্ত করা হয়েছে সুয়ারেজের চুক্তি৷ এবার মেসির সঙ্গে চুক্তির মেয়াদটা আরও বাড়িয়ে নিতে পারলে বার্সার স্বস্তি।