ক্রীড়া ওয়েব
লিসবন: ইউরো জয়ের রেশ এখনও কাটেনি পর্তুগীজদের। সেটা হয়ত সম্ভবও নয়। বিশ্ব ফুটবলের মহাআসরে দেশের প্রথম কোনও বড় ট্রফি জয় তো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পেয়েছে এবার ফরাসী মুলুকে। তবে, দলের অন্য ফুটবলারদের চেয়ে অধিনায়কের প্রতি গোটা দেশ হয়ত একটু বেশিই কৃতজ্ঞ।
‘সি আর সেভেন’-এর নামে নতুন হোটেল উদ্বোধনের কথা জানা গিয়েছিল মাত্র কয়েকদিন আগেই। এবার আস্ত একটা বিমানবন্দরের নামও রাখা হতে চলেছে রোনালদোর নামে। পর্তুগালের মেডেইরা রাজ্যের রাজধানী ফুনচালেই জন্ম, বেড়ে ওঠা সদ্য দেশকে ইউরো জেতানো অধিনায়কের।
শুক্রবার মেডেইরার প্রেসিডেন্ট মিকুয়েল অ্যালবুকোয়ার্ক ঘোষণা করলেন যে, শহরের বিমান বন্দরটির নাম এবার বদলে রাখা হতে চলেছে ‘ক্রিশ্চিয়ানো রোনালদ ‘ এয়ারপোর্ট’।