ক্রীড়া ওয়েব
মহম্মদ আলিকে গভীর শ্রদ্ধা করেন মাইক টাইসন৷ কিংবদন্তুি বক্সারের স্মরণসভায় গিয়ে সেই শ্রদ্ধার কথা গোপনও করেননি এই পেশাদার নামী বক্সারটি৷
লুইভেলে মহম্মদ আলির অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টাইসন। প্রাক্তন হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন বলেছেন, ‘এমন এক মুহূর্তে এমনই এক ব্যক্তিত্বের শেষযাত্রায় যোগ দিয়েছি, যাঁর সুউচ্চ ব্যক্তিত্বের সামনে মাথা এমনিই নত হয়ে যায়। মুখের ভাষা যায় হারিয়ে।
একটিই স্বীকারোক্তি করা যেতে পারে যে, মহম্মদ আলি সর্বকালের সেরা ব্যক্তিত্ব।’ মহম্মদ আলি যে আলি সর্বকালের সেরা ব্যক্তিত্ব এ কথা সহজেই স্বীকার করে নিয়েছেন টাইসন৷
শুধু টাইসন নয়, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের গন্যমান্য ব্যক্তিরা৷ প্রত্যেকেই শ্রদ্ধা নিবেদন করেছেন মহম্মদ আলিকে৷ সকলেই তাঁর প্রয়ানে গভীর হতাশার কথা বলেছেন৷