বারাণসী: রবি ঠাকুরের নোবেল চুরির তদন্তে অগ্রগতির মাঝেই চুরি হয়ে গেল ওস্তাদ বিসমিল্লা খানের সানাই। ভারতরত্ন পুরষ্কারে সম্মানিত বিসমিল্লা খানের বাড়ি থেকেই চুরি হয়েব গিয়েছে তার ব্যবহৃত পাঁচটি সানাই।
পরিবার সুত্রে জানা গিয়েছে চুরি হয়ে যাওয়া ওই পাঁচটি সানাই ছিল রুপা দিয়ে তৈরি। ওস্তাদের অত্যন্ত প্রিয় ছিল ওই পাঁচ সানাই।তার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।