রকমারী ওয়েব
মেক্সিকো সিটি: জলের মধ্যে ভাসছে একটি অদ্ভুত বাড়ি। আর সেখানেই থাকেন রিচার্ড অটোয়া নামে এক শিল্পী। তিনি একাধারে সঙ্গীতশিল্পী আবার সুদক্ষ মিস্ত্রীও বটে। আর এই প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে লেগেছে সাত বছর।
আর কি দিয়ে তৈরি এই দ্বীপ? জানলে তাজ্জব হয়ে যাবেন। ১৫০০০০ ফেলে দেওয়া বোতল দিয়ে তৈরি করা হয়েছে এই দ্বীপ।
দ্বীপের নাম দিয়েছেন জোয়ক্সি আইল্যান্ড। মেক্সিকোর কানকুন শহরের কাছে রয়েছে এই দ্বীপ। এলাকা প্রায় ৮,০০০ স্কোয়্যার মিটার। একটা সাধারণ বাড়িতে যা যা থাকে তার সবকিছুই প্রায় রয়েছে এখানে। রয়েছে বেডরুম, রান্নাঘর, টয়লেট এমনকী রুফটপ সানডেকও রয়েছে।
সোলার ইলেকট্রিসিটির কানেকশন রাখতে উপকূলের সঙ্গে জোড়া থাকে ১০০ ফুটের একটি তার। মাঝে মাঝেই গানের শোর ব্যবস্থা করেন রিচার্ড। তাঁকে সবরকম ভাবে সাহায্য করেছেন তাঁর প্রেমিকা জডি বাউলিন। তিনি ফ্লোটিং হাউসেই থাকবেন। ততদিন পর্যন্ত ইকো-স্পা বেড থেকে ব্রেকফাস্ট তৈরি সব ব্যবস্থাই করে রাখছেন রিচার্ড।