রাজনীতি ওয়েব
ঢাকা: দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতেই একটি মহল জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার রাজধানীর খিলক্ষেতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের জঙ্গিবাদের পক্ষ নিয়ে কথা বলায় তার কঠোর সমালোচনা করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, আমাদের দেশে জঙ্গিদের পক্ষেও কথা বলার লোক আছে। খালেদা জিয়া কল্যাণপুরে নিহত জঙ্গিদের নিয়ে কথা বলেছেন। দেশে এ ধরনের তৎপরতা চলছে। কিন্তু কেউ সফল হবে না।