রাজনীতি ওয়েব
ঢাকা: দেশের জনগণের কাছে বেগম জিয়া ও বিএনপির কোনো গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ নূর হোসেন দিবসের আলোচনায় তিনি একথা বলেন।
এ সময়, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, 'যারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না, যারা বিদেশি শক্তির উপর নির্ভরশীল থাকতে চায় এদের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব নয়। এদেরকে বাংলাদেশের মানুষ অতিতে যেভাবে বর্জন করেছে, ব্যর্থ করেছে তাদের স্বপ্ন, আগামী নির্বাচনেও তেমনি ভাবে তাদের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দেবে।'