ঢাকা : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র মাহে রমজানের দশম দিন বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার (১৫ জুন) রাতে বাংলামেইলকে এ তথ্য দিয়েছেন। এ ছাড়া আগামী ১৮ জুন মতিঝিলের হোটেল পূর্বাণীতে ২০ দলীয় জোটের আরেক শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।