জাতীয় ওয়েব
সাভার:যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নবীনগর এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসহ বিভিন্ন স্থানে বাংলাদেশিদের উপর হামলার ঘটনায় সরকার উদ্বিগ্ন উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
সরকার যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করছে।
মহাসড়কে নিরাপত্তার বৃদ্ধিসহ মহাসড়কগুলোতে চলাচলরত অতিরিক্ত ওজনের যানচলাচল নিয়ন্ত্রণে আনতে দেশের মহাসড়কগুলোর চৌদ্দটি স্থানে ওস্কেল স্থাপনের কথাও জানান মন্ত্রী।
ভ্রাম্যমান আদালত পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।