রাজধানী ঢাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে জুরাইনে কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামপুর থানার এসআই মাহবুবুল হক জানান, ডিবি পল্লবী জোনাল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।