ঢাকা: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হককে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট, দায়িত্ব পালনে বাধা নেই।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি।
এর অাগে, দীর্ঘ আইনি লড়াইয়ে পদ ফিরে পাওয়ার পর রোববার বিএনপিপন্থী তিন মেয়রকে আবার বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিন মেয়রের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।