আইন ওয়েব
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গাইবান্ধার আব্দুল জাব্বার মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার তদন্ত সংস্থার ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা সানাউল হক এ প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে এই ছয়জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য পাঁচ আসামি হলেন- জাফিজার রহমান, আজগর হোসেন খান, মোমতাজ আলী ব্যাপারী, আব্দুল ওয়াহেদ মণ্ডল ও মো. রঞ্জু মিয়া। এদের মধ্যে শুধু রঞ্জু মিয়া গ্রেফতার আছেন, বাকি পাঁচজনই পলাতক।
এর আগে গত ২৯ মে পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সাধারণ মানুষের ওপর হামলা, হত্যা, ৫০টি বাড়িতে লুটপাট এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই বাসিন্দাদের বিরুদ্ধে।