ঢাকা: জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় গ্রেপ্তার শামীম ওরফে সমীর ওরফে সিফাতকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আসামি শামীমকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী থেকে দীপন হত্যাকাণ্ডের প্রধান ও পুরস্কারঘোষিত আসামি মইনুল হাসান শামীমকে আটক করে পুলিশ।