ঢাকা: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ না করায় দেশের ১০টি বেসরকারি মেডিকেল কলেজকে জরিমানা করেছেন আপিল বিভাগ। জরিমানা হিসেবে প্রত্যেক কলেজকে এক কোটি টাকা করে দেয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। ১০ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে ভর্তি প্রক্রিয়া বাতিল করা হবে বলে রিট আবেদনের শুনানিতে এ আদেশ দেয়া হয়েছে।