আন্তর্জতিক ওয়েব
ইসলামাবাদ: পাকিস্তানের পরাচিনারে শিয়া মসজিদে বিস্ফোরণে দুই শিশু এবং ১ মহিলা সহ নিহত ১১ । আহত অন্তত ৪০।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
উত্তরপশ্চিম পাকিস্তানের পরাচিনারের শিয়া মসজিদে শুক্রবারের নামাজের জন্য ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা।
মহিলাদের প্রবেশপথের সামনে আচমকা আত্মঘাতী বিস্ফোরণ। পরাচিনারের সাংসদ সাজিদ হুসেন জানান, বিস্ফোরণের পর আততায়ীরা গুলিও ছুঁড়তে থাকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় নেয়নি। ঘটনাস্থল থেকে কাছেই রয়েছে আফগানিস্তান সীমান্ত। আদিবাসী অধ্যুষিত কুর্রম অঞ্চলের রাজধানী পরাচিনারে জঙ্গি হামলা নতুন নয়।
বহু বছর ধরে এখানে পাক সেনা আর জঙ্গিদের লড়াই চলছে। জানুয়ারিতে শহরের সবজি বাজারে বিস্ফোরণে মারা যান ২১ জন। গত মাসে দক্ষিণ পাকিস্তানের সুফি মসজিদে বিস্ফোরণে নিহত হন ৭০ জন।