বার্লিন: ফ্রান্সের নিস হামলার স্মৃতি ফিরল বার্লিনে। বড়দিনের বাজারে বেপরোয়া লরি পিষে দিল সাধারণ মানুষকে। ১২ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৫০। ঘাতক চালককে গ্রেফতার করেছে জার্মান পুলিশ।
তবে এই ঘটনা নেহাত দুর্ঘটনা না পরিকল্পিত সন্ত্রাস হামলা, তা এখনও জানা যায়নি।
জার্মান পুলিশ সূত্রে খবর, সোমবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ বার্লিনের সিটি স্কোয়ারের বাইচাইপ্লাৎজের ওই বাজারে বড়দিনের কেনাকাটা সারতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।