আন্তর্জতিক ওয়েব
নাইজার: নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে আলাদা দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরো অনেকে।
স্থানীয় সময় শুক্রবার মাদাগালি শহরের একটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুজন আত্মঘাতী নারী হামলাকারী এই হামলা চালাতে পারে বলে মনে করছে দেশটির সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের এক বার্তায় নাইজেরিয়ার জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় একটি বাজারে দুই নারী বিস্ফোরক নিয়ে এ আত্মঘাতী হামলা চালায়।
বাদার আকিন্তো নামে নাইজেরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তাই সেখানে আর কোনো নিরাপত্তা হুমকি নেই।”