আন্তর্জতিক ওয়েব
বেইজিং: চীনের পূর্বঞ্চলীয় জিয়াংজি প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেংচেং বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
রয়টার্স লিখেছে, এখনও অজ্ঞাতসংখ্যক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাঁচজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গত তিন দশকে অত্যন্ত দ্রুততায় অর্থনৈতিক সমৃদ্ধি পাওয়া চীনে শিল্পক্ষেত্রে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেয়ার কারণে।
গত বছর বন্দরনগরী তিয়ানজিনে একটি রাসায়নিকের গুদামে বিস্ফোরণে ১৭০ জনের মৃত্যু হয়।
আর গত আগস্টে হুবেই প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইনে বিস্ফোরণে নিহত হন ২১ জন। -সংবাদমাধ্যম