আন্তর্জাতিক ওয়েব
কায়রো: মিশরে ঈদ পূর্ববর্তী ব্যস্ত সময়ে কায়রোর দক্ষিণে পৃথক দুটি দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন এবং অপর এক পৃথক ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অপর পাঁচজনের প্রাণহানি ঘটেছে।
বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েদি আল-গোদদে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা জানান, ৬০ জন যাত্রী নিয়ে কায়রো থেকে আসওয়ানের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেন কায়রোর দক্ষিণে লাইনচ্যুত হয়।
কর্মকর্তারা জানান, আল-আয়াত গ্রামের কাছে তিনটি বগি উল্টে যায়। এ ঘটনায় অপর ১৫ যাত্রী আহত হয়েছেন।
মিশরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। বারবার সরকার পরিবর্তন ও অস্থিতিশীল পরিবেশের কারণে সেখানে রাস্তাঘাট নিয়মিত মেরামত করা হচ্ছে না।
জানা গেছে, দেশটিতে দুর্ঘটনা সংক্রান্ত আইনের প্রয়োগও শিথিল। -সংবাদমাধ্যম