আন্তর্জাতিক ওয়েব
মেক্সিকো সিটি: মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীর গুলিতে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিন কর্মকর্তা ও এক পাইলট নিহত হয়েছেন।
মঙ্গলবার আপাটজিগান শহরের বিতর্কিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি এই তথ্য জানানো হয়েছে।
মিচোয়াকান প্রদেশের গর্ভনর সিলভানো অওরিওলেস জানিয়েছেন, মঙ্গলবার আপাটজিগান শহরের বিতর্কিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকাটি মাদকসন্ত্রাসীরা সক্রিয় রয়েছে।
দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলে আসছে। -সংবাদমাধ্যম