আন্তর্জাতিক ওয়েব
ওয়াশিংটন: আমেরিকার উচিৎ অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে ‘একঘরে’ নীতি অবলম্বন করা। এমনটাই এই দাবি করেছেন প্রাক্তন মার্কিন কূটনীতিক জালমে খালিলজাদ।
তার মতে ভবিষ্যতের ‘দ্বিতীয় উত্তর কোরিয়া’ হওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের।
বুশ জামানার এই কূটনীতিক বলেন, আফগানিস্তানে তালিবানি এবং হাক্কানি নেটওয়ার্কের জঙ্গি সন্ত্রাসে ক্রমাগত মদত দিচ্ছে পাকিস্তান। সব জেনেও চুপ করে আছে আন্তর্জাতিক মহল।
সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় তালিবান নেতা মোল্লা মনসুর প্রাণ হারিয়েছে। পাকিস্তানের উপর বিভিন্ন দিক থেকে চাপ বাড়ানোর এটাই সঠিক সময়।
আন্তর্জাতিক স্তরে বিচ্ছিন্ন করতে হবে ইসলামাবাদকে। যাবতীয় আর্থিক সাহায্য বন্ধ করা দরকার। তবেই জঙ্গি সন্ত্রাসে মদত দেয়া বন্ধ করবে পাকিস্তান।