আন্তর্জাতিক ওয়েব
নতুন বার্তা ডেস্ক
কলকাতা: ইউরোপীয় ইউনিয়নের ভাঙনে খুশি আইএস। ব্রিটেনের এই সরে যাওয়া গোটা ইউরোপের অর্থনীতিতে যে প্রভাব ফেলবে, তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছে এই জঙ্গি সংগঠন। পাশাপাশি তারা বার্লিন এবং ব্রাসেলস-এ হামলার হুমকিও দিয়েছে।
ব্রিটিশ গোয়েন্দা সূত্রের খবর, গোটা ইউরোপকে পঙ্গু করে দিতে এই হামলা চালানো হবে বলে এক বার্তায় তারা জানিয়েছে। উদ্ভুত এই অর্থনৈতিক ডামাডোলের মধ্যে আইএস তার অনুগামীদের কাছে ইউরোপের মূল ভূ-খণ্ডে ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানিয়েছে ওই সূত্রটি।
ব্রিটিশ সেনা এ নিয়ে সতর্কতা জারি করেছে। সেনাপ্রধান জানিয়েছেন, ইউরোপের সমস্ত হলিডে রিসর্টগুলোকে সতর্ক করা হয়েছে। ওই রিসর্টগুলিকে আইএস-এর মতো সংগঠনগুলি গুরুতর এবং সরাসরি হুমকি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ব্রিটেনের বিদেশ মন্ত্রকও জঙ্গি হানার আশঙ্কার কথা স্বীকার করে নিয়েছে। জঙ্গি-দমনকারী বাহিনী আবার এক ধাপ এগিয়ে আশঙ্কা প্রকাশ করেছে, আগামী সপ্তাহে আয়ারল্যান্ড-বেলজিয়াম ম্যাচের দিন এই হামলা চালানো হতে পারে।-সংবাদ সংস্থা