হাইলাইটস ওয়েব
ইসলামাবাদ: ২৬/১১ মুম্বাই হামলার মাস্টার মাইন্ড এবার বিষ উগরে দিল ভারত ও আমেরিকার বিরুদ্ধে। মোস্ট ওয়ান্ডেট ঘোষণা করার পরও তার বিরুদ্ধে আমেরিকা কিছুই করতে পারেনি বলেও তোপ দেগেছে এই আর্ন্তজাতিক সন্ত্রাসবাদী।
সে বলে, আমেরিকা আমার মাথার দাম রেখেছে কোটি কোটি টাকা। কিন্তু গত পাঁচ বছরে তারা আমার কিছুই করতে পারেনি। সে যে বহাল তবিয়তেই রয়েছে তাও পরিষ্কার করে দিয়েছে হাফিজ় সইদের বক্তব্য, “ভারত আমাকে নিয়ে ভীত। আমাকে নিয়ে খোঁজ খবর নিতে পাকিস্তান আসছে আমেরিকা। কিন্তু আমি বহাল তবিয়তেই আছি।”
কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তান সরকারের ভূমিকারও তুলোধনা করে হাফিজ় সইদ।
সে বলে, “কাশ্মীরবাসী সমস্যার মধ্যে রয়েছে। অথচ সমস্যার সমাধান করতে পারছে না পাকিস্তান পার্লামেন্ট। অথচ পার্লামেন্টের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে এই সাধারণ মানুষগুলোই।” তারপরই তার ঝাঁঝালো বক্তব্য, “পাকিস্তান পারবে কী করে? তারা আসলে আমেরিকার দেখানো পথেই চলছে।”
কাশ্মীর সমস্যা নিয়ে ভারত কোনো সমাধানের পথে হাঁটবে না বলে মন্তব্য করে হাফিজ সইদের পরামর্শ, “কাশ্মীর আজা়দি চাইছে। এই সমস্যা নিয়ে সব দলের এক ছাতার নীচে এসে আলোচনা করা দরকার। ভারত এই নিয়ে কিছুই করবে না। আমেরিকা নয়, আল্লাহর কথা মনে করা উচিত।”
পাকিস্তানের মাটিতে ভারত কোনো শল্য অভিযান চালায়নি বলেও দাবি করে হাফিজ় সইদ। তার বক্তব্য, ভারত মিথ্যা বলছে।