রিয়াদ: অস্বস্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র। ৯/১১ সংক্রান্ত আইন নিয়ে তাদের সতর্ক করল সৌদি আরব। প্রেসিডেন্ট ওবামার ভেটো বাতিল করে বৃহস্পতিবার ৯/১১ সংক্রান্ত একটি বিল পাস করিয়েছে মার্কিন কংগ্রেস। নতুন আইন অনুযায়ী এবার আমেরিকায় বসেই সৌদি আরবকে কাঠগড়ায় তুলতে পারবে সেখানকার নাগরিকরা। এতেই চটেছে রিয়াদ। ফল ভাল হবে না বলে হুমকি দিয়েছে। ৯/১১ হামলায় সৌদি আরবের মদত ছিল বলে সম্প্রতি একটি রিপোর্ট সামনে আসে। তারপর থেকেই সৌদি আরবকে কাঠগড়ায় তোলার দাবি করেন হামলায় নিহতদের পরিবারের লোকজন। চাপে পড়ে মার্কিন সিনেটে ৯/১১ সংক্রান্ত একটি বিশেষ বিল পাস হয়। যাতে নিহতদের পরিবারের লোকজন চাইলে আমেরিকায় বসেই সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। ক্ষতিপূরণের দাবিও তুলতে পারবেন। সমর্থনের জন্য বিলটি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হয়। তিনি সমর্থন দিতে অস্বীকার করেন। এই ধরনের কোনো আইন কার্যকর হলে দুই দেশের সম্পর্ক খারাপ হতে পারে বলে যুক্তি দেখান। ভেটো প্রয়োগ করে বিলটি আটকে দেন। কিন্তু বৃহস্পতিবারই তার ভেটো বাতিল করেছে কংগ্রেস।