বি-টাউনের জনপ্রিয় খুদে সেলেবদের তালিকায় আরাধ্যা বচ্চন একেবারেই প্রথম সারির সদস্য। বচ্চন পরিবারের এই জুনিয়র সদস্যের পিছনে সব সময় পাপারাত্জিদের লম্বা লাইন। সে কখন কোথায় যাচ্ছে, কী করছে— সব খবরেই নজর পেজ-থ্রির।জন্মের পর থেকেই মেয়েকে আগলে রেখেছেন ঐশ্বর্যা রাই বচ্চন। প্রকাশ্যে সব সময়েই প্রায় কোলে নিয়ে ঘোরেন। বাড়িতেও তার সঙ্গেই মেয়ের বন্ডিং সবচেয়ে ভাল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা শেয়ার করলেন তার সঙ্গে আরাধ্যার একটি মিলের কথা।ঐশ্বর্যা বলেছেন, ‘‘আমি খুব সেনসিটিভ। আরাধ্যাও ঠিক আমার মতো হয়েছে। আর এটা ওর একটা অসাধারণ গুণ।’’ যতই ব্যস্ততা থাক মেয়েকে সময় দেয়াই ঐশ্বর্যার ফার্স্ট প্রায়োরিটি। সেই অনুযায়ী এখন কাজের সংখ্যা অনেক কমিয়েও দিয়েছেন নায়িকা। সব মিলিয়ে দিনের শেষে আরাধ্যা কী ভাবে খুশি করে মাকে? ঐশ্বর্যার জবাব, ‘‘আমার মেয়ের হাসি আমাকে যে কোনো সময় ভাল রাখে।’’