চাঁদপুর ওয়েব
ফের নতুন লুকে সামনে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে শেয়ার করলেন তার হলিউড ডেবিউ ‘বেওয়াচ’-এক নতুন টিজার। এই ছবিতে তার চরিত্রের নাম ভিক্টোরিয়া লিডস। ভিলেন হিসেবেই পর্দায় দেখা যাবে তাকে। বিপরীতে রয়েছেন ডোয়েন জনসন। টিজারে নীল পোশাকে আরো মোহময়ী দেখাচ্ছে ‘দেশি গার্ল’কে। তিনি বলছেন, ‘সামার ইজ কামিং’।
দর্শকরাও ‘বেওয়াচ’ ওয়ার্ল্ডে প্রবেশ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সোশ্যাল মিডিয়ায় টিজার বের হওয়ার পর দর্শকদের পছন্দ দেখে আরো ভালোভাবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে।
নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি ছবি পরিচালনা করবেন সেথ জর্ডন। প্রথম ট্রেলরে প্রিয়াঙ্কার উপস্থিতি ছিল মাত্র এক সেকেন্ডের। কিন্তু দ্বিতীয় ট্রেলরেই তিনি বাজিমাত করেন।
বেশ বোঝা যায় দাপুটে ভিলেন হিসেবে সকলের নজর কাড়তে প্রস্তুত তিনি। নয়া টিজারও সে প্রমাণই দিল বলে মনে করছেন বিনোদন মহলের একটা বড় অংশ।