বিনোদন ওয়েব
মুম্বাই: ‘মহেঞ্জোদারো’র প্রোমোশন নিয়ে এখন তুমুল ব্যস্ত হৃতিক রোশন। হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের ছবি। এর মধ্যে বেশ কয়েকটির নাম ঠিক হওয়া তো দূর, শ্যুটিংই শুরু হয়নি।
এই অবস্থায় হৃতিকের পরের ছ’টি ছবির স্যাটেলাইট সত্ত্ব বিক্রি হয়ে গেল ৫৫০ কোটি টাকায়!
হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। বলিউডে এখন এটাই ব্রেকিং।
গত চার বছরে মোট পাঁচটি ছবি করেছেন হৃতিক। ২০১১-তে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মোট ৯৫ কোটি টাকা আয় করেছিল। ২০১২-তে ‘অগ্নিপথ’ ১২২ কোটি টাকা আয় করে বক্স অফিস হিট করেছিল। সেটাকে ছাপিয়ে গিয়েছিল ‘ক্রিশ ৩’। ছবিটির মোট আয় করেছিল ১৮৮ কোটি টাকা। ২০১৭-তে আসছে তার হোম প্রোডাকশানের ছবি ‘কাবালি’।
হাতে রয়েছে আরো কিছু ছবি। কিন্তু কথাবার্তা পাকা হওয়ার আগেই নায়কের পরের ছ’টি ছবির স্যাটেলাইট সত্ত্ব বিক্রি হয়ে গেল ৫৫০ কোটি টাকায়!