রাজবাড়ী: ফারাক্কার গেট খুলে দেয়ার প্রভাবে পদ্মার দৌলতদিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে। একই সাথে পানি বৃদ্ধির ফলে পদ্মায় তীব্র স্রোত পড়ায় ব্যাপকহারে নদী ভা্ঙন শুরু হয়েছে। রোববার সকাল ৬টার থেকে দুপুর ২টা পর্যন্ত নদীতে পানি বৃদ্ধির ফলে জেলা সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলার নদীর পারের গ্রামগুলো পুনরায় প্লাবিত হয়েছে।অনেকে ঘরবাড়ি ছেড়ে আবার উঁচু রাস্তায় গিয়ে আশ্রয় নিচ্ছে।
স্রোতের টানে রোববার সকালে দৌলতদিয়ার ৪নং ঘাটের পন্টুন সংলগ্ন রাস্তা ধসে যাওয়ায় ওই ঘাটটি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। একই সাথে নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া চালু ২ ও ৩নং ঘাট দুটির অবস্থাও ভাল না। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে স্রোতের টানে ওই ঘাট ২টির র্যাম রাস্তা ধ্বসে গেলে দৌলতদিয়া –পাটুরিয়া ঘাটের ফেরি চলাচল পুনরায় বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন কর্তৃপক্ষ।