জেলা ওয়েব
সাভার: নাশকতার অভিযোগে সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেনকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর সাভার পৌর এলাকার শাহীবাগ থেকে তৌহিদকে আটক করা হয়। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
তৌহিদ হোসেন সাভার জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।
সাভার মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, নাশকতা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে তৌহিদকে আটক করা হয়েছে। গত বিএনপি-জামায়াতের সরকারবিরোধী আন্দোলন চলাকালে সাভারে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা হামলাসহ বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত থাকায় অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের এ কর্মকর্তা জানান, সকালে তৌহিদের বিরুদ্ধে থানায় মামলা করে দুপুরে আদালতে পাঠানো হবে।