জেলা ওয়েব
রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে নৌকাডুবিতে সাতজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু'জন বাংলাদেশী নাগরিক রয়েছেন বলে গুঞ্জন উঠেছে। সকালে তাৎক্ষণিকভাবে চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণও দুই বাংলাদেশি নিহতের খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে সীমান্তের ওপার থেকে নদীপথে নৌকায় গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন সাত ব্যবসায়ী। পথে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকাটি সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক তীরে থাকা বাসিন্দারা নদীতে উদ্ধার কাজ শুরু করেন। সেখান থেকে দুই বাংলাদেশীসহ সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
অবশ্য দুপুরে ওসি নিবারণ চন্দ্র বর্মণও জানান, নৌবাডুবিতে কোনো বাংলাদেশীর মৃত্যুর খবর তারা পাননি। এপারে কোনো পরিবারও তাদের স্বজন নিখোঁজ রয়েছে বলে এখন পর্যন্ত দাবি করেনি।
এদিকে বিজিবি-১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ্জাহান সিরাজ জানান, সীমান্তের ওপারে ভারতের বামনা নদীতে নৌকাডুবি হয়েছে। এতে অনেকে নিখোঁজ রয়েছেন। তবে নৌকাডুবিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মারা গেছেন বলে তাদের কাছে কোনো খবর নেই।