জেলা ওয়েব
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুসহ লেগুনার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।
শনিবার সকালে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকাল পৌনে ৬টার দিকে নাওজোড় এলাকায় চৌরাস্তাগামী একটি যাত্রীবাহী লেগুনাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত এবং নারীসহ ৫ যাত্রী আহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।