ক্রিকেট ওয়েব
ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলতে শ্রীলংকা দলে ফিরেছেন পেসার লাসিথ মালিঙ্গা।
রোববার ঘোষিত ১৬ সদস্যের এই দলে আরো ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেহান জয়সুরিয়া আর পেস অলরাউন্ডার থিসারা পেরেরা।
ওয়ানডেতে শতক পাওয়া কুসাল মেন্ডিসকে অবসর দেয়া হয়েছে। আর কুশাল পেরেরা দলে আছেন। তবে খেলতে পারবেন ফিটনেস সাপেক্ষে। তিনি ফিট না থাকলে খেলবেন সান্দান ভিরাকেন্দি।
কুশাল মেন্ডিসের বিষয়ে প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেন, “কুশালকে টি-টুয়েন্টিতে নেয়া হয়নি। ওর অনেক বড় ক্যারিয়ার সামনে। টেস্ট এবং ওয়ানডে মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
ম্যাথুস ইনজুরিতে থাকায় উপুল থারাঙ্গাই টি-টুয়েন্টি দলেরও নেতৃত্বে থাকবেন। দুই ম্যাচের প্রথম টি-টুয়েন্টি হবে ৪ এপ্রিল, প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলংকার টি-টুয়েন্টি দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুসাল পেরেরা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জায়া, মিলিন্দা সিরিবর্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, শেহান জয়সুরিয়া। স্ট্যান্ড বাই: সান্দাম ভিরাক্কোডি।