ক্রিকেট ওয়েব
ডাম্বুলা: শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
১২৩তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের।
ডাম্বুলায় আজ বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসারের দল নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও আছেন তরুণ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখানো মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে।
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ছয়টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। একটি বাদে সবই জিতেছে লঙ্কানরা। ২০১৩ সালে একটি সিরিজ শেষ হয়েছিল ১-১ ব্যবধানের সমতায়। সেবার প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের আরো একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মাশরাফি-মুশফিকরা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ
শ্রীলঙ্কা একাদশ: উপল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, আসেলা গুনারত্নে, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমাল, কুশল মেন্ডিস, সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সেকুজে প্রসন্ন, লাকসান সান্দাকান, ভিকুম সানঞ্জয়া।