ঢাকা: দেশে ফিরলেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। সোমবার সকালে দেশে ফিরেছেন তিনি। লন্ডনে সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের ছুরির তলায় মুস্তাফিজের কাঁধের সফল অস্ত্রোপচার হয়। গত ১২ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে সার্জন ওয়ালেস অস্ত্রোপচার করেন মুস্তাফিজের কাঁধে। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে মুস্তাফিজের মাঠে ফিরতে চার মাস লেগে যেতে পারে জানিয়েছেন চিকিৎসকেরা। মুস্তাফিজ বলেন, “যেকোনো সিরিজ খেলতে না পারাটাই তো খারাপ লাগার।”