ক্রিকেট ওয়েব
চাঁদপুর: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে অনুশোচনায় ভুগছেন ওয়াকার ইউনিস। পাকিস্তান দলের সাবেক এ অধিনায়ক বলেন দলের কোচ হিসেবে ‘অসমাপ্ত কাজের’ জন্য তিনি অনুতপ্ত এবং দায়িত্বটা মিস করছেন।
বাংলাদেশে এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দলের পারফরমেন্স সম্পর্কিত গোপনীয় রিপোর্ট প্রকাশিত হয়ে যাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্কেও বিবাদে জড়িয়ে গত এপ্রিলে পদত্যাগে বাধ্য হন ওয়াকার।
পিসিবি এরপর দুই বছরের জন্য দক্ষিণ আফ্রিকান মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।
বিশ্বের শীর্ষ দলগুলোর সঙ্গে জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতায় সাহায্য করতে চেয়েছিলেন বিধায় পাকিস্তানের হয়ে কাজ করাটা মিস করছেন বলে স্বীকার করেন ৪৪ বছর বয়সী ওয়াকার।
স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে সাবেক এ অধিনায়ক বলেন, ‘দশ বছর বা ততোধিক সময় একটি দেশকে সেবা দেয়া যেকোন খেলোয়াড় তার দলে ভালো দেখতে চায় এবং বাকি বিশ্ব থেকে পিছিয়ে থাকতে চায় না।’
‘আমি যখন দায়িত্ব গ্রহন করি তখন আমার সম্পর্কে অনেক কিছুই বলা হয়েছিল। দেশের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, তাই আমি পাকিস্তানের সেবা করতে চেয়েছিলাম। আমি বড় বড় অনেক প্রস্তাব গ্রহণ করতে পারতাম। কিন্তু এখানে কিছু করাটাকেই আমি বেছে নিয়েছিলাম।’
‘আমার কিছু কাজ বাকি রয়ে গেছে এবং সেটা সমাপ্ত করতে একদিন পাকিস্তান ক্রিকেটে ফিরব বলে আশা করছি।’
২০১০-২০১১ মৌসুমে প্রথমবার পাকিস্তান দলের কোচ হিসেবেও নিজেই পদত্যাগ করেছিলেন ওয়াকার।
পাকিস্তান দলের আসন্ন ইংল্যান্ড সফরের আগে নতুন কোচ আর্থারকেও স্বাগত জানিয়েছেন ওয়াকার। এমনকি তার কোন সাহায্য প্রয়োজন হলে নতুন কোচকে তা তরতেও প্রস্তুত তিনি।
ওয়াকার বলেন, ‘অবশ্যই ইংল্যান্ড সফর সহজ হবে না। আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই অর্জন করা সম্ভব। দায়িত্বে থাকলে এ সফর আমার জন্যও চ্যালেঞ্জিং হতো এবং একইভাবে এটা আর্থারের জন্যও।’
‘তিনি আমার সঙ্গে কথা বলতে চাইল সব সময়ই আমাকে পাওয়া যাবে এবং তার জন্য সব সময়ই আমার দ্বার খোলা আছে। খেলেয়াড়দের শক্তিমত্তা, দুর্বলতা, ভাল-খারাপ দিক, দল ও বোর্ডের সঙ্গে আচরণ এবং টিম ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে আমি তাকে সাহায্য করতে পারি।’
তিনি আরো বলেন, ‘আর্থার প্রায় বিশ্বব্যাপি কোচিং কোচিং করিয়েছেন। অতএব, এখানে তাঁর অভিজ্ঞতা দরকার। তবে আবার সবকিছুই নির্ভর করছে কোচ অথবা অধিনায়কের কথায় খেলোয়াড়রা কেমন সাড়া দেয় তার ওপর।’
আসন্ন ইংল্যান্ড সফরে দলের সম্ভাবনার বিষয়ে তিনি বলেন নির্দিষ্ট করে বোলিং লাইনআপ দিয়ে ইংলিশদের সমস্যায় ফেলতে পারে পাকিস্তান। সংবাদ মাধ্যম