শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ১০ দিনব্যাপী জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলা-২০১৭। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে এই বনজ ও ফলদ বৃক্ষমেলার আয়োজন করেছে। বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’। ১০ দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো: মোকাম্মেল হক, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার রশদিুল হাসান, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। জেলা বনজ ও ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারীর ৩৫টি স্টল থাকবে বলে আয়োজকরা জানান। বনজ ও ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে শহরে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।