চাঁদপুর, ১৩ সেপ্টেম্বর ২০১৭, চাঁদপুর ওয়েব : গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকি বাজারে সাপের কামড়ে টিপু সুলতান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রাত নয়টায় দিকে দোকান পরিষ্কার করে টিপু সুলতান বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় সেখানে থাকা একটি সাপ কামড় দিলে তিনি গুরুতর অসুস্থ হন। চিৎকার শুনে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে যাওয়ার জন্য হাজীগঞ্জ পৌর এলাকায় আসার পর পথেই তিনি মারা যান।