আসন্ন ঈদে নদীপথে ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আজ রবিবার দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌ-পুলিশ থানায় যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে, আগামীকাল সোমবার থেকে চাঁদপুর-ঢাকা নৌ-রুটে ঈদ স্পেশাল নামে বাড়তি ১০টি লঞ্চও চলাচল করবে।
এতে বক্তব্য দেন, নৌ-পুলিশের সুপার সুব্রত হালদার, বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, নৌ-পুলিশ থানার ওসি আবুল হাসিম, চাঁদপুর পৌরসভার নারী কাউন্সিলর ফরিদা ইলিয়াস, লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার, বিপ্লব সরকার।
সভায় বক্তারা জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌ-পুলিশের সাথে জেলা পুলিশ, কমিউনিটি পুলিশিং, বিএনসিসি এবং স্কাউটস সদস্য নিয়োজিত থাকবে। যাত্রীদের হয়রানি বন্ধে তারা সব ধরনের ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এই জন্য সেখানে বাড়তি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, লঞ্চ থেকে বাড়ি ফেরা পর্যন্ত যাত্রীরা যাতে কোনো ধরনের ঝামেলা বা হয়রানি না হয় সেদিকেও কঠোর নজরদারি রাখা হয়েছে।