চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ মনির হোসেন (২৫) ও মো. ফয়সাল (২৪) নামে দুই যুবককে আটক করেছে।
শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টায় হাজীগঞ্জ উপজেলার বাকিলা থেকে মনির ও রাত ১০টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রাম থেকে ফয়সালকে আটক করা হয়।
এ সময় পুলিশ মনিরের কাছ থেকে ২৫ পিস ও ফয়সালের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
মনির হোসেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের বাসিন্দা এবং ফয়সাল নানুপুর গ্রামের মজিবুর রহমান খানের ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ছাইদুর রহমান বাংলানিউজকে বলেন, মনির হোসেন দীর্ঘদিন বাকিলা এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত।
আটক দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ ও চাঁদপুর মডেল থানায় মামলা করা হবে বলে জানান তিনি।