গত সোমবার বিকেলে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক। সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে জাতির জনকের উত্তরসূরি শেখ হাসিনাকে মেরে ফেলে এদেশকে আবারো তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ তাদের সেই চেষ্টা কোনো দিন সফল হতে দেয় নি, ভবিষ্যতেও দিবে না। এদিকে গত রোববার রাতে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ সংবাদ সম্মেলন করে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছে তা শিষ্টাচার বিরোধী আখ্যা দিয়ে তার নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। তারা বলেন, গত ১৮ আগস্ট ফরিদগঞ্জে কী ঘটেছিল তা সকলেই জানেন। তাই এসব বিষয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে প্রকৃত সত্যকে ঢেকে ফেলা যাবে না।