চাঁদপুর ওয়েব
চাঁদপুর: শাহরাস্তি পৌরসভার বর্তমান পরিষদের ১ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন ও মিলাদ মাহফিলের আয়োজন করে পৌর কর্তৃপক্ষ। গত ২৮ মার্চ বিকেলে পৌর ভবনে পৌর মেয়র হাজী আবদুল লতিফ সংবাদ সম্মেলনে বিগত ১ বছরের উন্নয়ন কর্মকা- নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, আমরা আশানুরূপ কাজ করতে না পারলেও চেষ্টার ত্রুটি করিনি। আমরা ইতিমধ্যে দাতা সংস্থা থেকে ৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এ অর্থ দিয়ে প্রায় ২৮ কিলোমিটার সড়ক মেরামতের টেন্ডার দেয়া হয়েছে। পানি সমস্যা সম্পর্কে তিনি বলেন, বিগত সময়ে পানির লাইনে পানির পাইপ না দিয়ে ইলেকট্রিক পাইপ দেয়া হয়েছিল। ফলে পানির চাপে উক্ত পাইপ ফেটে যায়। আমি আমার ব্যক্তিগত সম্পত্তির মধ্যে পানির ট্যাংক বসানোর প্রস্তাব দিয়েছি। ইতিমধ্যে ১৯ কোটি ২১ লক্ষ টাকার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশা করি অচিরে এটি পাস হবে। পৌর করের বিষয়ে তিনি বলেন, আমার পক্ষে একটি টাকাও পৌর কর বাড়ানোর ক্ষমতা নেই। ২০১৩ সালের বিধি মোতাবেক ট্যাঙ্ কর্মকর্তা ট্যাঙ্ নির্ধারণ করেছেন। এ জন্যে মানুষ আমাদের উপর ক্ষিপ্ত হচ্ছে। আমার ক্ষমতা বলে ৭০ ভাগ ট্যাঙ্ কমিয়েছি। আমরা অনেকটাই সফল হয়েছি। গত ১৭ বছরে যা উন্নয়ন হয়নি আশা করি আগামী ১ বছরে তা হবে। গত বছর হোল্ডিং ট্যাঙ্ থেকে ২৪ লক্ষ ৫১ হাজার ৭শ' ৪৯ টাকা আদায় হয়েছে। আমরা এজন্যে পৌরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের উন্নয়ন কর্মকা-ে সবসময় এমপি মহোদয় সহযোগিতা করে যাচ্ছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আমি আমার সব ছেড়ে পৌরবাসীর দায়িত্ব নিয়েছি। কোনোভাবেই পৌরসভার উন্নয়নে আমরা চেষ্টার ঘাটতি থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহ সাহেব জামে মসজিদের খতিব মুফতি মাওঃ সলিম উল্যাহ।