জননেত্রী শেখ হাসিনা বেকারমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছেন : জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৪৭:১০
প্রিন্টঅঅ-অ+
চাঁদপুর ওয়েব
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চত্বরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। জেলা পরিষদের তহবিল থেকে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেকারমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে দরিদ্র বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে রিক্সা, ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।