চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধে ভাতিজাদের হামলায় গুরতর আহত মনির হোসেন মানববতার জীবন-যাপন করছেন। গত ২২ জুলাই আনুমানিক ১১টায় ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া ধনীদার বাড়িতে মনির হোসেনকে মেরে ফেলার জন্য ভাতিজারা হঠাৎ লাঠিসোটা, দা ও রড দিয়ে এলোপাতাড়ী মারতে থাকে। এতে মনিরে বাম পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গ হাত, পা, ক্ষত-বিক্ষত হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে গৃদকালিন্দিয়া মাতৃছায়া (প্রাইভেট) হাসপাতালে ভর্তি করায় মনিরের অবস্থার খারাপ দেখে কর্মরত চিকিসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। গত ৪ মাস যাবৎ সে পঙ্গু অবস্থায় ঘরের বিছানায় ছটফট করছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মনিরের শ^শুর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মনিরের স্ত্রী নাজমা বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী তার পৈত্রিক জমিতে গাছ রোপন করতে গেলে তার বড় ভাইয়ে ছেলে আরিফ হোসেন, ফিরোজ, তারেক, আঃ মমিনসহ আরো অনেকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার স্বামীর উপরে হামলা চালায়। মনির দৌড়ে পালাতে চেষ্টা করে শেষ রক্ষা পায়নি। মানুষের খেতে কৃষি কাজ করে সংসারে চালাতো মনির। দু’টি সন্তান নিয়ে স্বল্প আয়ের কোন মতে জীবন-যাপন করতো। এ ঘটনার পর থেকে চিকিৎসার টাকা ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। আমার ছেলে-মেয়ের লেখা-পড়া বন্ধের দ্বারপ্রান্তে। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো মতে সংসার চালাতে হয়।