চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছেন, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় কেউ রুখতে পারবে না। তাই যে কোন মূল্যে দলের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে যারা বিগত দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা এখন কর্মীদের পাশে থাকবেন। তাতে আগামী দিনে যে কোন নির্বাচনে আমরা দলের প্রার্থীকে নির্বাচিত করতে পারবো। শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য স্থানীয় সরকারকে গুরুত্ব দিচ্ছেন। তাই আগামী জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীকে নির্বাচিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি গতকাল ২ নভেম্বর বিকেলে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর বাসভবনে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন। সভায় উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সভায় আগত বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারগণ তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। এক পর্যায়ে তারা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আবুল খায়ের পাটওয়ারীকে মনোনয়ন দেয়ার জন্য এ সভা থেকে প্রধানমন্ত্রী ও দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মত ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে দল ও জনসাধারণের কল্যাণে তিনি কাজ করবেন।