চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: চাঁদপুর জেলার তিন বছরের উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ক সভা গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি বলেন, কৃষিখাতে, মৎস্যখাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অন্যান্য বিষয়ে নজর দিতে হবে। এ ক্ষেত্রে কবুতর পালন, পশু পালনসহ নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ এবং অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি প্রতিরোধে বেশি করে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। মা ইলিশ রক্ষায় গত বছরের মতো এবারও আমরা কঠোর অবস্থানে থাকবো। আমরা আশা করছি, এ বছর ইলিশ রক্ষা কার্যক্রম আরো বেশি মজবুত হবে।
উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উদ্দিন, জেলা প্রাথামিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার আবু সালেহ্ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম প্রমুখ। এসময় জেলার অন্যান্য দপ্তরের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।